প্রথমে ডিম সেদ্ধ করুন: এই রান্নাটির জন্য প্রথমে ৫টি ডিম সেদ্ধ করে নিতে হবে। আমরা এই রান্নায় হাঁসের ডিম নিয়েছিলাম। ডিম গুলো সেদ্ধ হলে খোসা ছাড়িয়ে নিন। এছাড়া মসলা ভালোভাবে যেন মিশে সেজন্য ছুড়ি দিয়ে কাঁচিয়ে নিন।
পেঁয়াজ কেটে নিতে হবে: এবার কয়েকটা পেঁয়াজ পাতলা করে কেটে এক কাপ পরিমাণ করে নিন। দেশি মাঝারি সাইজের পেঁয়াজ হলে ৬-৭ টি এর মতো লাগে।
পেঁয়াজ ও রসুন ভেজে নেয়া: পেঁয়াজ কাটা শেষে কড়াইতে তেল দিয়ে গরম করে তাতে পেঁয়াজ কুচি এবং রসুনের কোয়া গুলো দিয়ে হালকা সোনালি-বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজার পর অনেকটা বেরেস্তার মতো হবে।পেঁয়াজ- রসুনের একত্রিত ভাজা এই রান্নার স্বাদ বাড়াবে অনেক গুনে। তাছাড়া ভাজা শেষে কড়াইতে তেল রাখতে হবে মূল রান্না শুরু করার জন্য। ধনিয়া পাতা ও মসলার পেস্ট তৈরি করুন: এখন ধনিয়া পাতা, আদা, কাঁচা মরিচ এবং একত্রে ভেজে নেয়া পেঁয়াজ ও রসুনের কোয়াগুলো ব্লেন্ডারে দিয়ে ভালো ভাবে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি এই ভিন্ন স্বাদের ডিমের কারীর মূল মসলার মিশ্রণ বলা যায়।
ডিমগুলো ভেজে নিন: কড়াইতে তেল গরম করে ডিমগুলো একে একে সোনালী রঙ হওয়ার আগ পর্যন্ত ভেজে নিন। এবার অল্প রসুন কুচিও তাতে যোগ করুন।
মসলার পেস্ট যোগ করুন: ডিমগুলো ভাজা হয়ে গেলে তাতে ধনিয়া পাতা, পেঁয়াজ- রসুনের ভাজা সহ তৈরি করা মসলার সবুজ পেস্ট যোগ করুন। এবার অন্যান্য মসলা; যেমন- হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ও লবণ মিশিয়ে রান্না করতে হবে। মসলার মিশ্রণের পেস্ট ধুয়ে পানি দিলে আলাদা করে আর পানি দেবার দরকার নেই।
মসলা কষানোঃ কিছু সময় নিয়ে মসলা গুলো কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর মসলা থেকে তেল ছেড়ে দিলে কিছু সময়ের জন্য ঢাকনা দিতে হবে।
অন্যান্য মসলা যোগঃ ঢাকনা খুলে লেবুর রস, চিনি, গরম মসলা এবং কাঁচা মরিচ কেটে ছড়িয়ে দিতে হবে। অল্প একটু নেড়ে উপকরণগুলো মিশিয়েই নিলেই তৈরি ভিন্ন স্বাদের মজাদার এই ডিমের কারী।
পরিবেশনঃ ধনিয়া পাতার সাথে আদা-রসুন-পেঁয়াজের ফ্লেভার আর লেবুর রসের ঘ্রাণে রান্না এই খাবারটি গরম ভাত অথবা রুটির সাথে খেতেও বেশ মজাদার।